ভাঙা নাক নিয়েই প্রস্তুত এমবাপ্পে
-2024-07-01-14-28-05.jpg)
ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকের ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পে। এরপর অনিচ্ছা সত্ত্বেও মাস্ক পরে খেলতে হচ্ছে তাকে। পরবর্তীতে যাতে নাকে কোনো সমস্যা না হয় সে কারণেই তাকে এটি পরতে হচ্ছে এই ফরাসি অধিনায়ককে।
এর আগে দিদিয়ের দেশম জানিয়েছিলেন, মাস্ক পরে অখুশি এমবাপ্পে। এবার ফরাসি তারকা নিজেই জানালের এই জিনিসের (মাস্ক) উপর বিরক্তির কথা।
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে মাত্র এক গোল করতে পেরেছেন এমবাপ্পে। আর একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
শেষ ষোলোর লড়াইয়ের বেলজিয়ামের বিপক্ষে নামবে ফ্রান্স। এর আগে সংবাদ সম্মেলন এসে মাস্কের উপর নিজের বিরক্তির কথা জানান তিনি, ‘আমি কখনোই ভাবিনি এটা পরতে হবে। কিন্তু মাস্ক পরে খেলাটা নিঃসন্দেহে ভয়াবহ। এটা প্রচণ্ড বিরক্তিকর। তবে মাস্ককে আমি ধন্যবাদ জানাই।’
মাস্ক নিয়ে কেন বিরক্ত এমন প্রশ্নে এমবাপ্পে বলেন, ‘এটা সত্যিই কষ্টসাধ্য। এটা আপনার দেখার সীমাকে কমিয়ে আনবে যে কারণে আপনাকে থেমে তারপর দৌড়াতে হবে। এভাবেই আমার টুর্নামেন্ট চলে যাচ্ছে। আমি হয়ত এভাবেই খেলতে পারব এখন।’
বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সোমবার রাত ১টায় মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স।