আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলে দিলেন কোহলি
-2024-06-30-00-38-43.jpg)
পুরো টি-টুয়েন্টি বিশ্বকাপ জুড়েই রান খরায় ছিলেন বিরাট কোহলি। শিরোপার মঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষেই প্রত্যাবর্তন করেছিলেন ব্যাট হাতে। ফিফটি তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৩৯ ফিফটি তুলে বাবর আজমের সাথে ভাগ বসিয়েছেন। ১৩ বছর পর দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে সাদা বলের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন কিংবদন্তি ক্রিকেটার।
বার্বাডোজে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস কার্যকরী ইনিংস খেলেছেন কোহলি। হয়েছেন ম্যাচসেরাও। সেরার পুরস্কার নিতে এসে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন।