১০ বছর পর টি-টোয়েন্টির ফাইনালে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ২০১৪ সালে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। তারপর আর ফাইনালের দেখা পায়নি টিম ইন্ডিয়া।
গত আসরে অ্যাডিলেডে সেমিফাইনালে ইংলিশদের কাছে ১০ উইকেটে হেরেছিল রোহিত বাহিনী। কিন্তু এবার কুড়ি ওভারের বিশ্বকাপের আরেকটি ফাইনালে জায়গা করে নিলো ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৬৮ রানে হারিয়ে রোহিত বাহিনী একদিকে প্রতিশোধ নিলো, অন্যদিকে কাটালো ফাইনাল খরা।
বৃহস্পতিবার গায়ানায় ইংলিশ কাপ্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। বার বার বৃষ্টি বাগড়া দেওয়া এই ম্যাচে সঙ্গত কারণ দেখিয়ে বল করার সিদ্ধান্ত নেন বাটলার। তবে ভিন্নমত ছিল রোহিতের। টস হেরে ব্যাটিং পেয়ে বললেন, টস জিতলেও ব্যাট করতেন।
পাওয়ার প্লের আগ পর্যন্ত আট রেটে রাত তুলতে থাকলেও বিরাট কোহলি ও রিশভ পন্থকে হারায় ভারত। তবে আগের ম্যাচের মতো এদিনও দুর্দান্ত ছিলেন ক্যাপ্টেন রোহিত। স্লো উইকেটে দুমধার পেটাতে থাকেন ইংলিশ বোলারদের। তার সঙ্গে যোগ দেন টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব। শেষে হার্দিক ঝড়ে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় সাত উইকেটে ১৭১।
ভারতের হয়ে রোহিত শর্মা ৫৭, সুরিয়াকুমার ৪৭ এবং হার্দিক ২৩ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে ইংলিশরা। তাদের ইনিংসের ধস নামানো শুরু করেন আকসার প্যাটেল। এরপর যোগ দেন বুমরাহ। মূলত এদিন আকসার ও কুলদীপ যাবদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় ইংলিশ ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুক (২৫)। আর দ্বিতীয় সর্বোচ্চ বাটলারের (২৩)।
অর্ধশত রানের আগেই ইংল্যান্ড পাঁচ উইকেট হারালে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১০৩ রানে অলআউট হয় তারা।
আকসার প্যাটেল ও কুলদীপ তিনটি করে এবং বুমরাহ দুটি উইকেট নেন।
ম্যাচ সেরা হন আকসার প্যাটেল।
টস হেরে ব্যাটিংয়ে ভারত
ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানা। তাই টস গড়াতে দেরি হয়েছে বেশ কিছুটা। পরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিলো। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে, ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।
শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। এবার প্রলেপ দেয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মারা।
দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। ফলে কেউই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিচি টপলে।