ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত


২৭ জুন ২০২৪ ২১:৩৩

ছবি: সংগৃহীত

আগেই জানা ছিল, ভারত ও ইংল্যান্ড ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি। সত্যিই তাই। গায়ানায় বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বৃষ্টি। মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। এই অবস্থায় ম্যাচটি পুরো হওয়া নিয়েও জেগেছে শঙ্কা। অবশেষ বৃষ্টি থামলে মাঠে গড়িয়েছে খেলা। যেখানে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরাহ।
 
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিলিপ সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি।