প্রচ্ছদ খেলা বাংলাদেশকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান খেলা নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ১১:১০ সেমিফাইনালে আফগানিস্তান ল্যাংটন রুজের আঙুল উঠে গেছে। আফগানিস্তান খেলোয়াড়েরা ছুটছেন দিগ্বিদিক। রশিদ খানের চোখে অবিশ্বাস! মোস্তাফিজুর রিভিউ নিয়েছেন, তবে সেদিকে যেন খেয়াল নেই কারও। খেয়াল করে লাভও নেই। মোস্তাফিজ এলবিডব্লু। সেমিফাইনালে আফগানিস্তান!