তাসকিন বোল্ড এবং বৃষ্টি
-2024-06-25-11-05-11.png)
১০ বলে দরকার ১০ রান। লিটন সুযোগ দিয়েছিলেন নাভিনকে। তবে হাত বাড়ালেও ফিরতি ক্যাচটী নিতে পারেননি ফলো থ্রুতে থাকা আফগান পেসার। সেন্ট ভিনসেন্টে আবার নেমেছে বৃষ্টি। এর মধ্যে বোল্ড তাসকিন! নিচু হওয়া বলে ব্যাট চালিয়েছিলেন। ইনসাইড-এজে বোল্ড! সেমিফাইনাল থেকে ১ উইকেট দূরে আফগানিস্তান! অন্যপ্রান্তে দাঁড়িয়ে লিটন।
এরপর বৃষ্টিতে বন্ধ করে দেওয়া হয়েছে খেলা। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে ৩ রানে! উইকেট না পড়লে এগিয়ে থাকার কথা ছিল বাংলাদেশেরই।