টস জিতে ব্যাট করতে নেমে বিপদে বাংলাদেশ

রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
প্রথম ম্যাচেও টস জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সাহস দেখিয়ে তিনি অস্ট্রেলিয়াকেই ব্যাট করার আমন্ত্রণ জানান। তার সাহস এবং আস্থা রাখার প্রতিদান দেন বোলাররা।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেও দারুণ বিপদে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে নিগার সুলতানারা। ফারজানা হক (৭), সোবহানা মোস্তারি (৩), মুর্শিদা খাতুন (৫) এবং নিগার সুলতানা জ্যোতি (১) আউট হয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২৫.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে।
নতুন সময়/এএম
রাজধানী, মিরপুর, স্টেডিয়াম, ওয়ানডে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ