লঙ্কানদের অলআউট করেও অস্বস্তিতে টাইগাররা

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে বল করতে নেমে সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়েছিল নাজমুল শান্তর দল।
তবে এরপর ব্যাট হাতে ২০০ রানের জুটি গড়েন সফরকারীদের অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনেই আজ খেলেছেন ১০২ রানের ইনিংস। তাদের জোড়া শতকেই অলআউট হওয়ার আগে ২৮০ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।
এদিকে লঙ্কানদের অলআউট করার পর ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশও। শেষ বেলায় ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার জাকির হোসেন। তৃতীয় ওভারেই বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে আউট হন তিনি।
এরপর ব্যাট হাতে মাঠে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল শান্তও। টাইগারদের অধিনায়কও ফিরেছেন ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেট হয়েই। দ্রুত দুই উইকেট হারানোর পর ক্রিজে থাকা আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হন মুমিনুল হক।
তবে টাইগারদের সাদা পশাকের সাবেক এই অধিনায়কও আজ সুবিধা করে ওঠতে পারেননি। দলীয় ৩১ রানে তিনি ফিরেছেন কাসুন রাজিথার বলে আউট হয়ে।
গুরুত্বপূর্ন তিন উইকেট হারানোর শেষবেলায় জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এ দুজন মিলেই প্রথম দিনের খেলা শেষ করেছেন, দিনশেষে স্কোরবোর্ডে ওঠেছে ৩ উইকেট হারিয়ে ৩২ রান, লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ২৪৮ রানে।
নতুনসময়/এএম
টেস্ট, শ্রীলঙ্কা, বাংলাদেশ, শান্ত, সিলভা, মেন্ডিস, ফার্নান্দো