বিপিএলে নতুন দল পেল সৌম্য, তাসকিন রুবেল ও মোসাদ্দেক

রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)ষষ্ঠ আসরের খেলোয়াড় নিলাম। এই নিলামে প্রথমে জাতীয় দলের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রানঞ্চাইজিগুলো।
আগের আসরে চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় ছিলেন সৌম্য। এবার তাকে ছেড়ে দিয়েছে ভাইকিংস। সুযোগ পেয়ে জিম্বাবুয়ের এই টাইগার ওপেনারকে দলে নিয়েছে রাজশাহী।
সৌম্যর সঙ্গে চিটাগং ভাইকিংসে ছিলেন পেসার তাসকিন আহমেদও। তাকে এবার দলে টেনেছে সিলেট সিকার্স। এর আগে রংপুর রাইডার্সে ছিলেন পেসার রুবেল হোসেন। এই আসরে নাম লেখালেন ঢাকা ডায়নামাইটসে। পঞ্চম আসরে ঢাকায় হয়ে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক। এবারের আসরে চিটাগাংয়ের হয়ে খেলবেন তিনি।
উল্লেখ্য আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।
এমএ