ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


চিটাগং ভাইকিংসে আশরাফুল


২৮ অক্টোবর ২০১৮ ২১:১৬

ফাইল ফটো

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ১৮ লাখ টাকায় কিনে নিয়েছে চিটাগং ভাইকিংস। আজ রোববার রাজধানীর একটি হোটেলে বিপিএল ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার ড্রাফট থেকে আশরাফুলকে কিনে নেয় চিটাগং। এছাড়াও মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি,সৈয়দ খালেদ আহমেদকে কিনে নেয় চিটাগং ভাইকিংস। এর আগেই মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ককে দলে নিশ্চিত করে দলটি।

মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৩ আগস্ট ফিরেছেন ৩৪ বছর বয়সী আশরাফুল।


আরকেএইচ