জাতীয় দলে ফিরবেন কি না জানালেন তামিম!

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার গত বছরের জুলাইয়ে আচমকাই অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তা প্রত্যাহার করে নেন তিনি। এদিকে অবসর ভেঙে ফিরলেও গত বছর ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন না তামিম।
বাংলাদেশের হয়ে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে। এদিকে জাতীয় দলের হয়ে মাঠে না ফিরলেও এবারের বিপিএলে দুর্দান্ত খেলেছেন তামিম। এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন তিনি, হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, একই সঙ্গে তাঁর অধীনেই প্রথম শিরোপার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল।
বিপিএল শিরোপা জয়ের পর জাতীয় দলে ফেরা নিয়ে তামিম জানিয়েছিলেন, তাকে ফেরাতে হলে বেশ কিছু বিষয় ঠিক হতে হবে। সেই সঙ্গে জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে বসেই সিদ্ধান্ত নিবেন।
এদিকে দেশের একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তামিম কথা বলেছেন আবার জাতীয় দলে ফেরার বিষয়ে। তামিম বলেন, ‘বিষয়টাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন আমিই সিদ্ধান্তটা ঝুলিয়ে রেখেছি। কিন্তু তা ঠিক না।
ইতোমধ্যেই বিসিবির সঙ্গে ৩ বার বসেছি আমি। আমিও শুরু থেকেই আমার জায়গায় পরিষ্কার ছিলাম, নতুন করেও আর কিছু বলার নেই। আমার সঙ্গে উনারা আবার বসতে চাইছেন, আমি দেশের হয়ে এত বছর খেলেছি, তাই আমারও এই সম্মানয়টুকু দেখাতেই হবে, তাই আবার বসবো তাদের সঙ্গে এবং একই কথাই বলবো।’
হাথুরুসিংহে কোচ থাকলে তামিম ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার ফেরাটা খুব কঠিন হবে এতটুকু আমি বলতে পারি।’ এরপর তিনি বলেন, ‘যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো।
যদি মিটিংটা আজকে (সাক্ষাৎকারটি পূর্বে ধারণকৃত) হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
নতুনসময়/এএম
তামিম ইকবাল, বাংলাদেশ, ক্রিকেট, অবসর, ওয়ানডে, বিশ্বকাপ