ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


শানাকা-ম্যাথিউস জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেল শ্রীলঙ্কা


৬ মার্চ ২০২৪ ১৯:৫৪

সংগৃহীত

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে সমতায় ফেরার লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কনাওদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। আর বল হাতে শুরুতেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ।

তবে টাইগার স্পিডস্টারের বলে সফরকারীদের ওপেনার আভিস্কা ফার্নান্দো ফিরলেও পড়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েছিলেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস জুটি।

এ দুজনের ৬৬ রানের জুটির পর ষষ্ঠ উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন শানাকার করা ৫৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

অধিনায়ক শান্ত বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর বল হাতে বাংলাদেশের দুর্দান্ত সূচনা এনে দেন শরিফুল ইসলাম। টাইগার এই পেসারের করা প্রথম ওভারে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা।

শরিফুলের তুলে দেয়া সুরই দ্বিতীয় ওভারে ধরে রাখেন তাসকিন। এরই ধারাবাহিকতায় ইনিংসে নিজের করা চতুর্থ বলেই সাফল্যের দেখা পান তিনি।

টাইগার স্পিডস্টারের করা চতুর্থ বল আকাশে ভাসিয়ে মারেন লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। তবে উড়িয়ে মারতে গিয়ে তাসকিনের হাতেই ক্যাচে পরিণত হন তিনি।

এদিকে দ্বিতীয় ওভারেই এক ওপেনার ফিরলেও আরেক ওপেনার কুশল মেন্ডিস এবং তিনে নামা কামিন্দু মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। এ দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৫২ রানের জুটি।

তাসকিনের করা দ্বিতীয় এবং ম্যাচের চতুর্থ ওভারেই ১৭ রান নেন দুই লঙ্কান ব্যাটার। এরপর ষষ্ঠ ওভারে মুস্তাফিজের করা বলেও হাত খুলেই খেলেছেন এ দুজন।

দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে স্কোরবোর্ডে তুলেছেন ৪২ বলে ৬৬ রান। তবে নবম ওভারে টাইগারদের কাঙ্খিত ব্রেক্তহ্রু এনে দিয়েছেন সৌম্য সরকার। তাঁর করা ওভারের চতুর্থ বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেছেন কুশল মেন্ডিস। আউট হওয়ার আগে ২১ বলে ৩ ছয় আর ২ চারে ৩৬ রান করেছেন তিনি।

এদিকে কুশল মেন্ডিস ফেরার পরের ওভারেই ফিরেছেন কামিন্দু মেন্ডিসও। দশম ওভারের চতুর্থ বলে দৌড়ে রান নিতে গিয়ে শেখ মাহেদীর করা থ্রোতে আউট হন কামিন্দু। সাজঘরে ফেরার আগে ২৭ বলে ৩৭ রান করেছেন তিনি।

এরপর মাঠে নামেন আগের ম্যাচে লঙ্কানদের দলীয় সংগ্রহ ২০০ করার কারিগর সাদুরা সামারাবিক্রমা। তবে লঙ্কান এই ব্যাটার আজ নিজের ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে ৭ রান করে মুস্তাফিজুর রহমানে বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এদিকে সামারাবিক্রমা ফেরার পর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও ফিরেছেন দ্রুতই। তবে সাজঘরে ফেরার আগে ৩ ছয় এবং ১ চারে ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। দলীয় ১১২ রানে লঙ্কান অধিনায়ক ফেরার পর হাল ধরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন শানাকা।

ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন করেছেন ৩৭ বলে ৫৩ রান। এ দুজনের জুটিতেই ২০ ওভারে ১৬৫ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। টাইগারদের হয়ে বল হাতে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, মুস্তাফিহ, মেহেদী এবং সৌম্য।

নতুনসময়/এএম


শ্রীলঙ্কা, টি-টোয়েন্টি, বাংলাদেশ, সিরিজ, সিলেট