বিহা চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের ট্রফি উন্মোচন

বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট আয়োজন করতে চলেছে। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন, ঢাকার লবিতে ঝাঁকজমক আয়োজনে ট্রফি উন্মোচন করা হয়।
ট্রফি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিহার অ্যাডভাইজার বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী। অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ক্রিকেটার ইমরুল কায়েস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় নূর আলী পর্যটনশিল্পের বিকাশ, কক্সবাজারের সম্ভাবনা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। চ্যাম্পিয়নস লিগের শুরু ও শেষটা যেন সুন্দর হয় সে প্রত্যাশাও ব্যক্ত করেন মোহা. নূর আলী।
২২ ফেব্রুয়ারি এই আসর শুরু হবে, ফাইনাল হবে ১১ মার্চ। ১৪ দিনের চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা পকেট। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। দেশের নামি-দামি ২০টি হোটেল ও রিসোর্ট এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল দুই লাখ ও রানার্সআপ এক লাখ টাকা পাবে। প্রতিদিন ম্যাচসেরাদের ক্রেস্ট দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও অফিসিয়াল সাহায্য করবেন টুর্নামেন্টে।
চমক জাগানো সন্ধ্যায় সব দলের অধিনায়ক ও কর্মকর্তারা হাজির ছিলেন। ট্রফি উন্মোচন বিহার অ্যাডভাইজার মোহা. নূর আলী ও প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী।
এর আগে দেওয়া বক্তব্যে মোহা. নূর আলী বলেন, ‘সুন্দর আয়োজন হবে আশা করি। আর সবাই খেলার আসর উপভোগ করবেন। এমন কিছু মাঝে মাঝে হওয়া দরকার। আমাদের বন্ডিং বাড়ে এতে।’
পর্যটনশিল্পের বিকাশ নিয়ে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা অনেক। কিন্তু পরিবেশ করতে পারছি না। কক্সবাজারকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যেত, সেটা আমরা পারিনি। যা হতাশাজনক।’
হাকিম আলী এমন ক্রিকেট আয়োজন আরও চান। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ক্রিকেটের মাধ্যমে কমিউনিটিকে আরও শক্তিশালী করতে চাই। আর নিজেদের বোঝাপড়াটাও ভালো হয়।’
চ্যাম্পিয়নস লিগ ট্রফি উম্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির কো-চেয়ারম্যান খালিদুর রহমান সানি, মো. শাখাওয়াত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি (দ্য ওয়েস্টিন অ্যান্ড শেরাটন ঢাকা), ওয়েস্টিন অ্যান্ড শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার স্টিফেন মাসি ও পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা প্রমুখ।
এই আসরে টাইটেল স্পন্সর বসুন্ধরা পকেট ছাড়াও এতে মোটর করপোরেশন যুক্ত রয়েছে। নূর আলী ফ্যামিলি ট্রাস্টও টুর্নামেন্টের সঙ্গে আছে। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার ইমরুল কায়েস তো রয়েছেনই। এছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নূর ট্রেড হাউস, ওমেরা এলপিজি, ডিভার্সে, তাজ এন্টারপ্রাইজ, বেঙ্গল মিট, কাজী অ্যান্ড কাজী, এমকেএস, কোয়ালিটি অ্যাগ্রো থাকছে। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ট্রান্সকম বেভারেজ। এছাড়া এয়ারলাইন পার্টনার থাকছে নভোএয়ার অ্যান্ড লজিস্টিক। ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান হানসা ম্যানেজম্যান্টও কাজ করছে টুর্নামেন্টে।