১২ রানের জন্য বিশ্বসেরা হাত ছাড়া!

৩ ম্যাচ একদিনের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ইমরুল কায়েসের। তামিম ইকবালের রেকর্ডটি পড়েছে ইমরুলের নিচে। অনেক বলেন ছেলেটা ঠিকমতো দলের প্রত্যাশার প্রতিদান দিতে পারে না। এজন্যই দলের আসা-যাওয়ায় থাকে সে। অনেকে বলে দুর্ভাগা ইমরুল।
এই ইমরুলের জন্য তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। তবে সেটি ইতিবাচক ভাবনার জায়গা থেকে। যে ছেলেটি দলে আসা-যাওয়ার মধ্যে থাকে তার কাছে রেকর্ড হারানোটা তামিমের কাছে দুর্ভাগ্যই। তামিমের ভক্তরা এভাবে ভাবতেই পারেন। কিন্তু চোখ বুঁজে বলে দেওয়া যায়, ইমরুলের কাছে এই হারে তামিম খুশিই হবেন। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে ইমরুল অন্তত তাঁর সামর্থ্য তো ব্যাটে অনূদিত করলে পারলেন! ইমরুলের ব্যাট হুল হয়ে কামড় দেওয়াতেই যে জিম্বাবুয়ের বোলাররা বারবার হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন পুরো সিরিজে।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩১২ রান করেছিলেন তামিম। সেই সিরিজে তামিমের দুটি সেঞ্চুরি আর এক ফিফটিতে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। আর তামিমও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। ইমরুল আজ জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের রেকর্ডটি ভাঙলেন।
এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইমরুল সব মিলিয়ে রান করেছেন ৩৪৯। তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের বাবর আজমের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট ৩৬০ রান করেছিলেন তিনি। আর মাত্র ১২টি রান করতে পারলেই বিশ্বসেরা হয়ে যেতে ইমরুল কায়েস।