ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


তামিমের রেকর্ড ভাঙলেন ইমরুল


২৭ অক্টোবর ২০১৮ ০৪:০৬

কোনো ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন অবহেলিত ব্যাটসম্যান ইমরুল কায়েস। শীর্ষে উঠতে তামিমকে ছাড়িয়ে গেছেন ইমরুল।

২০১৫ বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তামিম ইকবাল ৩১২ রান করেছিলেন। এটি ছিল দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান। দুই সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরিতে তামিম এই রান করেছিলেন। ওই সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল।

চলমান জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইমরুল কায়েস ১৪৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৯০ রান করে আউট হন। আর তৃতীয় ও শেষ ম্যাচে ৭৯ রান করে তামিমকে ছাড়িয়ে যান ইমরুল। এ ম্যাচে ১১৫ রান করেন ইমরুল। সবমিলিয়ে এ সিরিজে ইমরুলের মোট রান ৩৪৯ রান।

এমএ