সাড়ে তিন বছর পর আক্ষেপ ঘুচল সৌম্যর

দলে সুযোগ পেয়েই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন এক সময়ের নিয়মিত ওপেনার সৌম্য সরকার। ৮১ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন তিনি। সেঞ্চুরি করার পথে তিনি নয়টি চার মারেন ও চারটি ছক্কা হাঁকান। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর তিনি সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে প্রথমে দলে ছিলেন না সৌম্য। কিন্তু প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করায় ও জাতীয় লিগে ভালো করায় সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে তাকে দলে ডাকেন নির্বাচকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ১ উইকেটে ২১৭ রান। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পেয়ে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। সুতরাং টাইগাররা আজ জয় পেলে হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। এরপর ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সেঞ্চুরি করেন শন উইলিয়ামস। ১২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
অন্যদের মধ্যে ব্রেন্ডন টেইলর করেন ৭৫ রান। ওয়ানডেতে এটি তার ৩৬তম অর্ধশত। এছাড়া সিকান্দার রাজা ৪০ ও পিটার মুর ২৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট শিকার করেন।