ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভুল সিদ্ধান্তে টাইগারদের সামনে রানের পাহাড়


২৭ অক্টোবর ২০১৮ ০০:২৬

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং পিচে টস জিতে বাংলাদেশ নেয় ফিল্ডিং! সেই বাজে সিদ্ধান্তেই বিপাকে পড়েছে টাইগাররা। অন্যদিকে ব্যাটিং পিচে স্বাচ্ছন্দ্যে রান তুলেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শন উইলিয়ামসের ১২৯ রান ও টেইলরের ৭৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে পাঁচ উইকেট হারিয়ে ২৮৬ রান করতে সক্ষম হয়।

ইনিংসের শুরুতেই বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফুদ্দিন। বোলিংয়ে এসে ওপেনার কেপাস ঝুয়াওকে আউট করেন তিনি।

পরের ওভারেই বোলিং আসেন আবু হায়রার রনি। রনির করা চতুর্থ বলে জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস ও ব্রেন্ডন টেইলরের ব্যাটিং দক্ষতায় প্রাথমিক ধাক্কা সামলে নিতে পুরোপুরি সফল হয় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর দলের বিপদে দারুণ দক্ষতার সঙ্গে ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের ৩৬ তম অর্ধশতক। টেইলর ৪৯ বলে নিজের অর্ধশতক পূরণ করেন। ব্রেন্ডন টেইলরের দেখাদেখি শন উইলিয়ামসও তুলে নেন নিজের ৩০তম অর্ধশতক। শেষ পর্যন্ত দলীয় ১৩৮ রানে টেইলর ‘কোবরা’ খ্যাত নাজমূল ইসলাম অপুকে উড়িয়ে মারতে যেয়ে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ধরা দেন। টেইলর ৭২ বলে ৭৫ রান করে আউট হন।

টেইলর আউট হলেও উইলিয়ামস ঠিকই রানের চাকা সচল রাখেন জিম্বাবুয়ের। উইলিয়ামসকে সঙ্গ দিতে থাকেন অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজা। এই দুই ব্যাটসম্যান ওভারে প্রতি প্রায় সাড়ে পাঁচ রান নিয়ে ৩৮ ওভারেই ২০০ রান পার করে।

চতুর্থ উইকেট জুটিতে সিকান্দার রাজা ও উইলিয়ামস ৮৪ রানের পার্টনারশিপ গড়েন। বড় দুই জুটির কারণেই জিম্বাবুয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে। অপুর বলে দলীয় ২২২ রানে চতুর্থ উইকেট জুটির ভাঙন ধরে। সিকান্দার রাজাকে ব্যক্তিগত ৪০ রানে আউট করে প্যাভিলিয়নে পাঠান অপু। রাজা ৪০ রানে আউট হলেও আরেক প্রান্তে ঠিকই সেঞ্চুরি তুলে দেন শন উইলিয়ামস। ১২৪ বলে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।

বাংলাদেশের পক্ষে ২টি উইকেট দখল করেন নাজমুল ইসলাম। আবু হায়দার ও মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট দখল করেন।

এমএ