ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রুডিগারের গোলে শীর্ষেই রইল রিয়াল


৪ জানুয়ারী ২০২৪ ১১:১০

সংগৃহিত

সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। বল নিয়ন্ত্রণ, শট নেয়ার পরিমাণে অনেকটা এগিয়ে থাকলেও জালের দেখা পাচ্ছিল না। অ্যান্টনিও রুডিগারের হেডে ভাঙে ডেডলক। অপেক্ষাকৃত দুর্বল দল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে লা লিগার টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে ঘরের মাঠে খেলতে নেমে কাল মায়োর্কার বিপক্ষে ম্যাচে আধিপত্য বিস্তার করেছে রিয়ালই। তবে মায়োর্কাও বেশ কয়েকবারই গোল করার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত বল লক্ষ্যে রাখতে পারেনি তারা। ওদিকে রিয়ালের একমাত্র গোলটি এসেছে আন্তোনিও রুডিগারের হেড থেকে।

চোট থেকে ফিরেই কাল ঝলক দেখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ২১ মিনিটেই মদরিচের কাছে থেকে পাওয়া পাসে শট নিয়েছিলেন তিনি। তবে গোল করতে পারেননি সেবার। এর মিনিট দশেক পরই আরও একবার দারুণ এক চেষ্টা নিয়েছিলেন তিনি। তবে মায়োর্কা গোলরক্ষকের কারণে লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

এরপর ম্যাচের ৪২ মিনিটে রিয়ালকেই উল্টো গোল দিয়ে বসেছিল মায়োর্কা। কিন্তু আন্তোনিও সানচেজের করা হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আরো একবার পোস্টে লাগায় গোল বঞ্চিত হয় মায়োর্কা।

বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে রিয়ালের হয়ে গোলখরা ভাঙেন রুডিগার। ৭৮ মিনিটে মডরিচের কর্ণার কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন জার্মান ফুটবলার। মায়োর্কা গোলরক্ষকের এটি চেয়ে দেখা আর কিছুই করার ছিল না। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে চলতি মৌসুমের চমক জিরোনার রূপকথার যাত্রা অব্যাহত রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে দলটি টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। হ্যাটট্রিক পেয়েও অ্যাটলেটিকোর হার এড়াতে পারেননি আলভারো মোরাতা।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ সমান পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ ও জিরোনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে রিয়াল। একই সমান ম্যাচ খেলে অ্যাটলেটিকো ৩৮ পয়েন্ট নিয়ে তিনে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে।