ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের


২৬ অক্টোবর ২০১৮ ২০:২২

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার (২৬ অক্টোবর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি মাশরাফির দল। বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন/সৌম্য, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম (রুবেল হোসেন), মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চিপহাস জুহওয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড ট্রিপিয়ানো, ব্র্যান্ডন মাভুতা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।

প্রথম দুটি ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ ঘড়ে তুলেছে মাশরাফির দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে হোয়াইট ওয়াশের। অপরদিকে জিম্বাবুয়ে চাইবে লজ্জার হোয়াইট ওয়াশ এড়াতে।

আরআইএস