ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা তিন ম্যাচে জয় ভারতের। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে খেই হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারত এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা।
সেমিফাইনালে বাংলাদেশ খেলতে পারবে কি না, সেটা অনেকটাই নির্ভর করলে ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে। আজ রোহিত শর্মাদের কাছে হেরে গেলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেক কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের ৫ ম্যাচের সবগুলোই জিততে হবে টাইগারদের।
এমন সমীকারণ নিয়ে আজ ভারতের বিপক্ষে টস করতে নেমে জিতলেন ভারতপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
বিশ্বকাপে বরাবরই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ভারত। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়েছিলো টাইগাররা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ এবং ২০১৯ - তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত খেলতেই পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি এবং জ্বর- দুই অসুস্থতা মিলিয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট হতে পারলেন না তিনি। যে কারণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে টস করার জন্য উইকেটের মাঝে হেঁটে গেলেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসানের পরিবর্তে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তার সহকারী হিসেবে বিশ্বকাপে অংশ নেয়া টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।