ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


লিটন-ইমরুলেই কাত জিম্বাবুয়ে


২৫ অক্টোবর ২০১৮ ০২:৩৪

জিম্বাবুয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে। এই লক্ষ্য খুব যে ছোট তা নয়, কিন্তু দুই ওপেনার লিটন ও ইমরুল সেটিকে ছোট করেই ফেলছেন। লিটন কুমার দাস ও ইমরুল কায়েসের ওপেনিং জুটি এখনো ক্রিজে রয়েছেন, দুজনের উদ্বোধনী জুটিতে ২১ ওভারে শেষে এসেঠে ১৩১ রান।

যদিও শুরুতেই জীবন পেয়েছিলেন লিটন দাস। প্রথম ওভারের চতুর্থ বলেই লিটন দাসকে লেগ বিফোর আউট দিয়ে ফেলেছিলেন আম্পায়ার। তবে নন স্ট্রাইকে থাকা ইমরুল কায়েসের সঙ্গে কথা বলে রিভিউ নেন লিটন। তাতেই দেখা যায়, বল লেগ স্ট্যাম্প মিস করে যেতো। ফলে আম্পায়ার নিজের ভুল স্বীকার করে আউট প্রত্যাহার করে নেন।


জীবন পেয়েই সতর্ক হয়ে যান লিটন। অন্যদিকে আগের ম্যাচে ১৪৪ রান করা ইমরুল কায়েস তো যেন পুরোপুরি সেট ব্যাটসম্যান। শুরু থেকেই তার নিখুঁত এবং সাবধানি ব্যাটিং কোনো বিপদেরই কারণ সৃষ্টি করলো না। যার ফলে দু’জনের ব্যাটে রানের চাকা সমানে ঘুরতে শুরু করে।

৯.৩ ওভারেই দলীয় ৫০ রান পূরণ করে ফেলে বাংলাদেশ। পরের ৫০ রানের গণ্ডি পার হতে ভেলে মাত্র ৫.১ ওভার। অর্থ্যাৎ, ৩১ বল। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন লিটন কুমার দাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২১ ওভার শেষে ১৩১। লিটন ৭৫ ও ইমরুল ব্যাট করছেন ৫৩ রান নিয়ে ।

জিম্বাবুয়ের পক্ষে ব্রেন্ডন টেলর করেন সর্বোচ্চ ৭৫ রান। সিকান্দার রাজা ৪৯ এবং শন উইলিয়ামস করেন ৪৭ রান।