নিধারিত দামের সাথে যোগ হয়েছে অতিরিক্ত শূণ্য!

চট্টগ্রাম জহুর আহম্মেদ স্টেডিয়াম থেকে রাহুল রাজ- চট্টগ্রামে আর্ন্তরজাতিক ম্যাচ ফিরেছে নয় মাস পরে। হোক না প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের ম্যাচ নিজ চোখে দেখতে মাঠে হাজির হয়েছে ক্রিকেট ভক্তের দল।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচের টিকিট গত তিন দিন ধরে চট্টগ্রামে বিক্রি হবার কথা থাকলেও কাউন্টার থেকে বেশির ভাগ দর্শক ফিরেছে খালি হাতে। অথচ কাউন্টারের আশেপাশে সেই টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারিদের হাতে। ১০০ টাকার গ্যালারির টিকিট ইতোমধ্যে বেচাকেনা হচ্ছে পাঁচ থেকে ৮০০ টাকা। টিকিট ক্রয়ের ক্ষেত্রে গ্যালারির টিকিটের চাহিদা ছিল বেশি।
কিন্তু প্রথম দু'দিন যারা কিনতে পেরেছে তারাই নিধারিত মূল্যে গ্যালারির টিকিট পেয়েছে। গ্যালারির টিকিটের মূল্য ছিল ২০০ আর ৪০০ টাকা। গতকাল থেকে ক্লাব হাউস, আন্তর্জাতিক গ্যালারি আর গ্র্যান্ডস্ট্যান্ড টিকিট কিনতে হচ্ছে দর্শকদের। টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে দু'দিন পার করার পর কাউন্টারে গিয়ে বেশি টাকার টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে তৃতীয় দিনে যারা গ্যালারির বাজেট নিয়ে এসেছেন তাদের কিনতে হচ্ছে বেশি দামের টিকিট। সেই সাথে টিকিট বিক্রি নিয়ে প্রতিদিনের মতো ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। প্রতি ব্যাংকে পুলিশ থাকলেও তাদের ম্যানেজ করেই ব্যাংক কর্মকর্তারা পিছনের দরজা দিয়ে কাটছেন একাধিক টিকিট। সাধারণ ক্রেতারা যেখানে ২টির বেশি পাচ্ছে না সেখানে ব্যাংকের লোক হলে পাচ্ছেন প্রতি ম্যাচের টিকিট। ২৪ এবং ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। মাত্র ৫০ টাকায় সুযোগ ছিল জিম্বাবুয়ে সিরিজ দেখার। কিন্তু এই টাকায় বেশীর ভাগ ক্রেতাই পেয়েছেন শুধু হতাশা।
স্টেডিয়ামের পাশে নির্ধারিত বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে ইউক্যাশে। কিন্তু ইউক্যাশে টিকিট পেতেও দর্শকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। টিকিট কিনতে *২৬৮# নম্বরে ডায়াল করতে বেশির ভাগ ক্ষেত্রেই দর্শকদের নিরাশ হতে হচ্ছে। ঘোষনা ছিল ২৪ ও ২৬ অক্টোবরের দুই ওয়ানডের টিকিট পাওয়া যাবে ম্যাচের আগেরদিন থেকে। ম্যাচের দিনও মিলবে টিকিট।
মিলবে এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে। কিন্তু ঘোষনার সাথে বাস্তবের তেমন মিল পাওয়া যায়নি। বন্দরনগরীতে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হস্পিটালিটি বক্সের টিকিট মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০, আর ক্লাব হাউসের ক্ষেত্রে মূল্য ৩০০ টাকা করে। পশ্চিম গ্যালারিতে খেলা দেখতে গুনতে হবে ১৫০ টাকা। সেখানে পূর্ব গ্যালারির জন্য ১০০ টাকা। কিন্তু এই নির্ধারিত দামের সাথে দর্শকদের যোগ করতে হচ্ছে আরো অতিরিক্ত একটি ০।