ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


টেলরকে ‘তাড়িয়ে’ দিলো মাহমুদউল্লাহ


২৪ অক্টোবর ২০১৮ ২৩:০৪

সফররত জিম্বাবুয়ের দুই তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস দলকে ১৫০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন। ৩০তম ওভারে বল করতে এসে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় বলে চার খাওয়ার পরের বলেই টেলরকে (৭৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ক্রিজ থেকে ‘তাড়িয়ে’ (আউট) দিয়েছেন মাহমুদউল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৮০/ (৩৫ ওভার)

১টি করে উইকেট নিয়েছেন_ মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাহমুদউল্লাহ।

শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন সাইফউদ্দিন। মাসাকাদজাকে ১৪ রানে ফিরিয়েছেন তিনি। এর পর দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও চেফাস ঝুয়াও। ৫২ রানের জুটি থেমেছে মিরাজের বলে।

আজ বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আজ জিতলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হবে মাশরাফি বিন মুর্তজার দলের। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১১ ওয়ানডেতেই হেরেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান।