শুরুতেই সাইফউদ্দিনের আঘাত

টস হেরে ব্যাটে নামা জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেছেন সাইফউদ্দিন। তার আউটের পরে ক্রিজে এসেছেন ব্রেন্ডন টেলর। সঙ্গে আছে জহুয়া। সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি মাহমুদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সেফাস ঝুয়াও, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।
আরআইএস