না ফেরার দেশে বাংলাদশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশ পাড়ি জমিয়েছেন সাবেক জিম্বাবুয়াইন ক্রিকেটার। মৃত্যুকালে সাবেক তার বয়স হয়েছিল ৪৯ বছর।
স্ট্রিকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার দেশের কয়েকজন ক্রিকেটার। সামাজিক মাধ্যম টুইটারে হেনরি ওলেঙ্গা লিখেছেন, ‘দুঃখের সংবাদ, হিথ স্ট্রিক পরপারে চলে গেছেন। শান্তিতে থেকো কিংবদন্তি। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে।’
২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন স্ট্রিক। জাতীয় দলের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে জিম্মাবুয়ের হয়ে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার স্ট্রিক। প্রায় এক যুগের ক্যারিয়ারে অনেকটা একা হাতেই টেনেছেন দলকে।