ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আমার একটু সময় দরকার


২৩ অক্টোবর ২০১৮ ২১:৪২

মিরপুরের দাপুটে জয়ের পর এবার মিশন চট্টগ্রামের সাগরিকা। একম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়াই লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে, ঘুরে দাড়াতে মরিয়া সফরকারী জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কাল মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়।

প্রথম ওয়ানডে জেতায় অনেকটাই নির্ভার, তারপরও কোন রিস্ক নেবে না টাইগার শিবির। এ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচ বলে দ্বিতীয় ওয়ানডেতে আগের ম্যাচের দল নিয়েই নামতে পারে টাইগাররা, এমনটাই আভাস দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিনি বলেন, ‘ শান্ত ও আরিফ বাইরে আছে। রনিও আছে। সিরিজ ডিসাইডিং ম্যাচ। হুট করে তাদের সরিয়ে দেওয়া কঠিন।’ তবে শেষ ম্যাচে বাইরে থাকার জন্য আশার বাণী শোনালেন অধিনায়ক, ‘শান্ত বসে আছে। ওর ক্রিকেট খেলাটাও জরুরী। আরিফুল এশিয়া কাপ থেকে ধারাবাহিক টিমের সাথে রয়েছে। সুযোগ পায়নি। পুরোদমে অনুশীলন করে যাচ্ছে। ও কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করে। কারণ ও জানে যে পরে আরও কঠিন টুর্নামেন্ট আসলে ওকে কিভাবে দেখবে। আবু হায়দার প্রথম ম্যাচে ভালো করেছে। ও কিন্তু সাইড বেঞ্চে আছে। এটা ভালো।’

টাইগার কাপ্তান তার নিজের ইঞ্জুরি নিয়ে বলেন,‘ আমার একটু সময় দরকার। আমি তো তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। পুরো ক্লিয়ার হয়নি। আমি হয়তো ব্রেকে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা ফরম্যাটই খেলি। এটার পর চার-পাঁচ সপ্তাহের মতো ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার। চিন্তাও করছি। হয়তোবা স্ট্রেন্থ এবং ফিটনেসের কাজ ঠিকঠাক মতো করতে পারলে আশা করি ভালো হবে। ওইখানে বল লেগেছে আবার গ্রোয়েন আছে ফিজিও খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মোটামুটি ম্যানেজেবল।’

আরআইএস