ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


৪ বছরের চুক্তিতে ম্যানসিটিতে মাতেও কোভাসিস


২৮ জুন ২০২৩ ১৯:৪১

চেলসির মিডফিল্ডার মাতেও কোভাসিসকে চার বছরের জন্য দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে তারা ক্রোয়েশিয়ান ফুটবলারকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন পাউন্ড তথা ৩২ মিলিয়ন ডলারে ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে দলে নিয়েছে ট্রেবল জয়ী দলটি। অবশ্য এর সঙ্গে আরও ৬ মিলিয়ন ডলার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ২০২৩-২৪ মৌসুমকে সামনে রেখে তিনি স্কাই ব্লুজ শিবিরে যোগ দিবেন।

অভিজ্ঞ মিডফিল্ডার ইকলে গুনদোগান ম্যানসিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন দুদিন আগে। সে কারণে পেপ গার্দিওলা মিডফিল্ডে শক্তি বাড়াতে ভালো ফুটবলার খুঁজছিলেন। মূলত উদীয়মান সেরা মিডফিল্ডার জুদে বেলিংহ্যামকে দলে ভেড়াতে চেয়েও ব্যর্থ হয় ম্যানসিটি। তাদের পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ দলে ভেড়ায় বরুসিয়ার সেরা মিডফিল্ডারকে। সে কারণে কোভাসিসকে পাখির চোখ করে তারা।

চলতি মাসের শুরুতে কোভাসিসের জন্য চেলসি ৪৪ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছিল। কিন্তু উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিময়ের মধ্যে থাকতে ৩০ জুনের আগে তার চুক্তি সম্পন্ন করার জন্য মূল্য কমিয়ে আনে এবং ম্যানসিটি সেই সুযোগটি লুফে নেয়।