বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সূচি অনুযায়ী, বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর শুরু হবে।
মঙ্গলবার (২৭ জুন) ঘোষিত সূচিতে দেখা যায় ১৯ নভেম্বর হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল। এছাড়া উদ্বোধনী ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আগেই জানিয়েছে, ১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিন ব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে।