জাতীয় দল থেকে বাদ পড়লেন জাহানারা-রুমানা

আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টির পর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
তবে লম্বা সময় ধরে ফর্মে না থাকার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তারকা পেসার জাহানারা আলম ও একসময়ের ব্যাটিংয়ের ভরসা রুমানা আহমেদ। কিন্তু সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাদ পড়া অভিজ্ঞ সালমা খাতুন দলে ফিরেছেন।
সময়সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ জুলাই। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রম ১৬, ১৯ এবং ২২ জুলাই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ২০২২-২৫ নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
এদিকে বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাতীয় দলে ডাক পাওয়া সদস্যরা শুক্রবার (৩০ জুন) ঢাকার ক্যাম্পে রিপোর্ট করবেন। এর পরদিন থেকে মিরপুরে শুরু হবে টাইগ্রেসদের ট্রেনিং ক্যাম্প।
বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।