ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা


২৬ জুন ২০২৩ ২০:৩৬

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

রবিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা আর বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা।

শিরোপার লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় সেলেসাও যুবারা। ম্যাচের ১২তম মিনিটেই দলকে লিড এনে দেন আন্দ্রে।

এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে বেত্তনির গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। এরপর ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসকো। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।