ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মালদ্বীপকে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ


২৬ জুন ২০২৩ ০৪:১৫

ভারতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

রোববার (২৫ জুন) ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে মালদ্বীপ হারায় লাল সবুজের প্রতিনিধিরা।

বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ফরোয়ার্ড রাকিব হোসেন। এরপর দ্বিতীয়ার্ধে তারিক কাজী ও মোরসালিনের গোলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলার দামাল ছেলেরা।

এদিকে মালদ্বীপের হয়ে একটি গোল শোধ করেন হামজা মোহাম্মদ।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২-০ গোল হারে বাংলাদেশ।