ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নেইমারের বাবা গ্রেফতার


২৪ জুন ২০২৩ ২০:৩৪

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র গ্রেফতার হয়েছেন। পরিবেশ দূষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গারতিবা সিটি হল এবং সিভিল পুলিশ এ গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলসহ বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, মঙ্গারতিবাতে নেইমারের বাড়িতে অনুমতি ছাড়াই কৃত্রিম রথ তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। ফলে পানির গতিপথ পরিবর্তন, অনুমোদন ছাড়া নদীর পানি ব্যবহার এবং পাথর ও শিলা খনন সংক্রান্ত অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে এনিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো ব্যাপক চাপ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়। এ সময় পাঁচ মিলিয়ন ব্রাজিলিও রিয়েলের বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হয় পিএসসি তারকার বাবাকে।

উল্লেখ্য, নেইমার ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কয়ার মিটারের জায়গাটি কিনেছিলেন।