ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বড় শাস্তির মুখে নেইমার


২৩ জুন ২০২৩ ১৮:৪৫

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে রিও ডি জেনিরোতে নেইমার জুনিয়রের বানানো একটি প্রাসাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে এবং নেইমার ও তার বাবা দোষী প্রমাণিত হলে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার (পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান মুদ্রা) জরিমানা করা হতে পারে।

নেইমারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর পানি ব্যবহার করা হয়েছে। পানির প্রবাহ পরিবর্তন করা হয়েছে। অনুমতি ছাড়া সৈকতের বালি ব্যবহার করা হয়েছে। অনুমতি ছাড়া মাটি খনন ছাড়াও শিলা-পাথর সরানো হয়েছে।

এ প্রসঙ্গে রিও ডি জেনিরোর মেয়রের অফিস জানিয়েছেন, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হলো, অনিয়মগুলো মূল্যায়ন করা। পরিবেশগত ক্ষতির বিষয়টি অনুমান করে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া এবং জরিমানার নোটিশ জারি করা ’

দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নেইমার ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কয়ার মিটারের জায়গাটি কিনেছিলেন।