ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


১৩ জুন ২০২৩ ০৬:১৭

ছবি সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) ২০২৩ইং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে মোহনপুর সরকারী স্কুলের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা সভাপতিত্বে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা.ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল. যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান. সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান.জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী.মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি.সাধারণ সম্পাদক হুমায়ুন কোবির. প্রমূখ। উদ্বোধনী খেলায় প্রতিদনিতা করেন বাকশিমইল ইউনিয়ন বনাম জানাবাদ ইউনিয়ন। ১/০ গোলে জাহানাবাদ ইউনিয়ন জয়লাভ করে।মোহনপুর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের তত্ত্বাবধানের খেলাটি পরিচালিত হয