ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শিরোপার দৌড়ে টিকে রইলো আল নাসর


২৪ মে ২০২৩ ১৬:৫৬

সৌদি লিগের শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে আল নাসর। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল সিআরসেভেনের।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দুটি গোলই এসেছে আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কারের কাছ থেকে।

বিরতির আগ মুহূর্তে গোল করে আল নাসরকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এরপর ম্যাচের ৫১তম মিনিটে আবদুল রহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। পরের ৫৯তম মিনিটে গোল করেন রোনালদো। লিগে এটি রোনালদোর ১৪তম গোল।

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর আল নাসর। সমান ম্যাচে শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৬। এখনো ২টি করে ম্যাচ খেলবে দুটি দল। অর্থাৎ রোনালদোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে।