১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার

মিলানের স্বপ্নভঙ্গ করে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার।
সেমির প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাউতারো মার্টিনেজরা। ফিরতি লেগেও ১-০ গোলের জয় তুলে নেয় ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।
সান সিরোয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে নেরাজ্জুরিরা।
তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি ইন্টার।
বিরতির পর ম্যাচের ৭৪তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় ইন্টার। রোমেলু লুকাকুর অ্যাসিস্টে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
সেই গোলকে পুঁজি করেই ১৩ বছর পর ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।