সেঞ্চুরির পথে ইমরুল

ইমরুলের দুই ছয়ে বাংলাদেশের দলীয় রান ১০০ পেরেল। ইমরুল কায়েস ৬৮ ও মিঠুন ২১ রানে ব্যাট করছেন।
এদিকে, ইনজুরির কারণে তামিম না থাকায় তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। ইমরুলকে সঙ্গ দিতে ক্রিজে ছিলেন এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা লিটন দাস। তবে আজকের ইনিংসটি লম্বা করতে পারেননি তিনি। ১৩ বলে মাত্র ৪ রান সাজঘরে ফেরত যান লিটন।
অভিষেক ম্যাচে কোনো রান না করেই ফিরে গেলেন ফজলে রাব্বি। টেণ্ডাই চাতারার উঁচু হয়ে আসা বলটি রাব্বির হাতে লেগে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। রাব্বি ৪ বল খেলার সুযোগ পান মাত্র।
দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশের ইনিংস মেরামতের জন্য ক্রিজে নামেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহীম। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ওভার প্রতি গড়ে ৪রান নিয়ে ১২ ওভারেই অর্ধশতক পার করে বাংলাদেশ।
মাভুতার বলে আউট হয়ে গেলেন বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ মুশফিকুর রহিম। ২০ বলে ১৫ রান করে মুশফিক উইকেটের পেছনে টেইলরের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে যাচ্ছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। ৬৪ বলে তুলে নিয়েছেন ফিফটি, ইমরুলকে সঙ্গ দিচ্ছেন মিঠুন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কাউল জারভিস, টেন্ডাই সাতারা।
এমএ