ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মেসিকে ছাড়াই জয়ে ফিরেছে পিএসজি


৮ মে ২০২৩ ১৯:৩৫

নেইমার ও লিওনেল মেসি ছাড়াই জয় পেলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। মেসি- নেইমারবিহীন ত্রোয়েসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় ফরাসি জায়ান্টরা।

রোববার রাতে ত্রয়ীর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল।

ত্রোয়েসের মাঠে ম্যাচের ৮তম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল হয় না।

বিরতির পর ৫৯তম মিনিটে ভিতিনহার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৮৩তম মিনিটে ত্রোয়েসের জাভিয়ের শাভারেলিন একটি গোল শোধ দেন। কিন্তু ৮৬ মিনিটে পিএসজির ফাবিয়ান রুইজ গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রেড অ্যান্ড ব্লুজরা।

৩৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৭৮ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। পরবর্তী চার ম্যাচে আর ৬ পয়েন্ট পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।