ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


২১ অক্টোবর ২০১৮ ২০:২৯

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছেন ৩০ বছর বয়সী ফজলে রাব্বির।

এ পর্যন্ত দু’দল ৬৯ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের ৪১ ম্যাচের বিপরীতে জিম্বাবুয়ে জয় পেয়েছে ২৮ ম্যাচে। সাকিব-তামিম বিহীন এ সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অনেক তরুণ ক্রিকেটার। নতুনদের জন্য এ সিরিজটি অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ রোডস ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সফরকারী জিম্বাবুয়ে দল সবশেষ দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতেই এসেছে বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে সিরিজ হেরে দক্ষিণ আফ্রিকায়ও হোয়াইটওয়াশ হয়েছে তাঁরা। যদিও বাংলাদেশের সঙ্গে নিজেদের ফেবারিট মানছেন দলের অধিনায়ক মাসাকাদজা। জিম্বাবুয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কাউল জারভিস, টেন্ডাই সাতারা।

এমএ