ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


৩৩ বছর পর সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি


৫ মে ২০২৩ ২১:২১

৩৩ বছর পর সিরি’আ চ্যাম্পিয়ন হলো নাপোলি। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা উদিনিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা জয় নিশ্চিত করে।

এই ড্রয়ে ৩৩তম ম্যাচ থেকে ৮০ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নেয় ম্যারাডোনার সাবেক ক্লাবটি।

৩৩ বছরের আক্ষেপ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো উৎসবে।

ম্যাচের শুরুটা অবশ্য নাপোলির সমর্থকদের জন্য ছিল শঙ্কা জাগানিয়া। ১৩তম মিনিটের সময় গোল হজম করে বসে তারা। আরমান্দো স্টেডিয়ামে নেমে আসে নিরবতা।

ম্যাচের ৫২তম মিনিটে ম্যাচে ফেরে নাপোলি। ওশিমেনের গোলে আনন্দে ভাসে নাপোলির সমর্থরা।

শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।