ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সালাহর গোলে লিভারপুলের জয়


৪ মে ২০২৩ ২০:৩৬

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। পেনাল্টি থেকে অলরেডদের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।

বুধবার (৩ মে) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না দুই দল।

এরমধ্যে নুনেজকে ডি বক্সে অবৈধভাবে ট্যাকেল করলে পেনাল্টি পায় লিভারপুল। আর তা থেকেই স্কোরলাইন ১-০ করেন সালাহ।
ম্যাচে ফিরতে ফুলহ্যাম বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।

এ জয়ে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লিভারপুল।