ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো


৩ মে ২০২৩ ২৩:৪৯

গতকাল (২ মে) যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

যেখানে মাঠ থেকে আয় আর স্পন্সর, প্রচারণা ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেলের তালিকায় মেসি কিংবা এমবাপ্পেকে পিছনে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের তথ্য মতে, গত বছরের মে থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত ১৩৬ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে উঠেছেন রোনালদো। এর মধ্যে মাঠে তার আয় হয়েছে ৪৬ মিলিয়ন ডলার। ৯০ মিলিয়ন ডলার এসেছে মাঠের বাইরে থেকে।

এ তালিকায় তার কাছাকাছি রয়েছেন মেসি ও তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। গত এক বছরে মেসি আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার। মাঠে এবং মাঠের বাইরে দুই ক্ষেত্র মিলিয়ে তার আয় হয়েছে সমান-সমান। তালিকার তিনে থাকা এমবাপ্পের মোট আয় হয়েছে ১২০ মিলিয়ন ডলার। তন্মধ্যে ১০০ মিলিয়ন ডলারই এসেছে মাঠ থেকে।

এই শতাব্দীতে এই প্রথম সবচেয়ে বেশি আয়করা তিন ক্রীড়াবিদই ফুটবলার।