ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুই সপ্তাহ নিষিদ্ধ হচ্ছেন মেসি!


৩ মে ২০২৩ ১৫:২৮

সপরিবারে সৌদি আরব ভ্রমণ করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন লিওনেল মেসি।

মৌসুমের শেষ লগ্নে লিওনেল মেসির এ যাত্রা ভালো চোখে নেয়নি তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাই আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে ফরাসি এই ক্লাবটি। এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।

গতবছর অক্টোবর মাসে সৌদি আরবে গিয়ে পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেসি। তাই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, গত সোমবার দেশটিতে ভ্রমণে যান তিনি। কিন্তু ক্লাবের এ পরিস্থিতিতে মেসির ছুটিতে থাকা মেনে নিতে পারেননি পিএসজির টিম ম্যানেজমেন্ট।

কাতারি বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ছুটি আদায় করে নেন মেসি। তবুও এই নিষেধাজ্ঞায় আগামী দুই সপ্তাহ দলের সঙ্গে কোনো অনুশীলন করা কিংবা ম্যাচ খেলতে পারবেন না তিনি৷ নিষিদ্ধ সময়ে ক্লাব থেকে কোনো পারিশ্রমিকও পাবেন না এ ফরোয়ার্ড।

এদিকে এ নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে পিএসজিতে নাও থাকতে পারেন মেসি।