‘মেসি-রোনালদোর যুগ শেষ, সময় এখন হলান্ডের’

বিশ্ব ফুটবল মঞ্চে সবচেয়ে চর্চিত দুই নাম লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের পর বছর ফুটবলের আঙিনায় আলো ছড়িয়েছেন। একজন আরেক জনের চিরপ্রতিদ্বন্দ্বীও বটে। কালের বিবর্তনে তারা হয়ে উঠেছেন মহাতারকা। সময়ের ব্যবধানে তাদেরও দ্যুতিও কমেছে। তবে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনির দাবি, এই দুই ফুটবল সেনসেশনের সময় শেষ, এখন রাজত্ব করার সময় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডের ভাষ্য, এখন সময়ের সেরা হলান্ড।
সম্প্রতি ইংলিশ ও ইউনাইটেডের এই গ্রেট দ্য টাইমসের কলামে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন। এতে তিনি, মেসি ও রোনালদো থেকে সাম্প্রতিক সময়ের উঠতি তারকা হলান্ডকে এগিয়ে রাখছেন।
ডিসি ইউনাইটেডের এই কোচের ভাষ্য, এই মুহূর্তে সে (হল্যান্ড) বিশ্বের সেরা ফুটবলার। লিওনেল মেসি সর্বকালের সেরা, কিন্তু এ মুহূর্তে কেউই হলান্ডের চেয়ে ভালো খেলছে না। সে (হলান্ড) যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি বিস্মিত। যে পরিমাণ গোল সে করছে, যে পারফরম্যান্স সে মেলে ধরছে এবং যে মানসিকতা দেখাচ্ছে, তাতে সে বিশ্বসেরা।
হলান্ডকে তিনি শুধু সময়ের সেরাই বলছেন না, ২০২৩ সালের ব্যালন ডি’অর দাবিদারদের তালিকাতেও রাখছেন। যদিও ফুটবল বিশ্লেষকদের বিশ্বাস, রেকর্ড অষ্টমবারের মতো এই পুরস্কার আবারও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ঝুলিতেই উঠতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হচ্ছে, তা-ই এখন দেখার পালা।
সাবেক ইংলিশ এই অধিনায়কের বিশ্বাস, আপনারা যদি দেখতে চান ব্যালন ডি’অর কে জিতবে, তাহলে হলান্ডকেই দেখবেন। এই মৌসুমে যে পারফরম্যান্স সে করছে, সে কারণেই। আর সে কেনই বা নয়? ২৬৪ ম্যাচে ২২৪ গোলের পরিসংখ্যানই একজন খেলোয়াড়ের ধরন বোঝায়, যার মান পড়েনি।
তার (রুনি) দাবি, আমরা মেসি ও রোনালদোর যুগ দেখেছি। এখন তার (হলান্ড) সময়, হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের যুগ। যখন তাদের মতো মেধা চারপাশে থাকে, তখন তাদের খেলা আপনাকে উপভোগ করতে হবে- এমনকি হলান্ডের গায়ে সিটির জার্সি থাকার পরও।
এদিকে নিজের ক্যারিয়ারে সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের জার্সিতে সোনালি সময় কাটিয়েছেন রুনি। এরপরও হলান্ডের প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই ইংলিশ সেনসেশন।
সাবেক এই ইউনাইটেডের ফরোয়ার্ডের মন্তব্য, যদিও আমি একটা বিষয়ে ভুল ছিলাম; আমি বলেছিলাম, প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচে একটি করে গোল করার সামর্থ্য আছে হল্যান্ডের এবং প্রকৃতপক্ষে ২৮ ম্যাচে সে ৩২ গোল করে ফেলেছে। কাউকে এতো ভয়ংকর দেখাটা খুবই বিরল।
সাবেক এই ইংলিশ ফুটবলারের ধারণা, সে (হল্যান্ড) যেভাবে খেলে, তার মধ্যে খাঁটি একটা ব্যাপার আছে। গোলের জন্য তার ক্ষুধা প্রবল। মেসি ও রোনালদো যা করেছে, তাদের মতোই হলান্ড ফুটবলে ১০ বছর আধিপত্য করতে পারে।
উল্লেখ্য, গত গ্রীষ্মে ৫ কোটি ১০ লাখ পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে নাম লেখা ২২ বছর বয়সী হলান্ড। অল্প সময়েই আক্রমণভাগে ধারাল পারফরম্যান্সে ক্লাবটির হয়ে ৪২ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি। এর মধ্যে প্রিমিয়ার লিগেই লক্ষ্যভেদ করেছেন ৩২ বার।
আইকে