ঘরের মাঠে রিয়ালের সহজ জয়

স্প্যানিশ লিগে সহজ জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আসেন্সিয়ো ও মিলিতাও এর গোলে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধেই লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ৪২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গতি ফাটল ধরে সেল্টার রক্ষণে। তার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে স্কোর শিটে নাম তোলেন স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেন্সিয়ো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৪৮তম মিনিটে আসেন্সিয়োর ক্রসে দুর্দান্ত হেডে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন এলডার মিলিতাও।
৫১তম ও ৬১তম মিনিটে দুইটি সুযোগ হাতছাড়া করে লস ব্লাঙ্গোসরা। সেল্টা গোলের সুযোগ তৈরি করলেও কোরতোয়া বীরত্বে কোনো গোল হজম না করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আইকে