সৌদি আরবে স্ত্রী-সন্তানদের নিয়ে মাশরাফীর ঈদ উদযাপন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এখন সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন। পরিবারের স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করছেন নড়াইল এক্সপ্রেস। ওমরাহ পালন শেষে সেখানেই ঈদুল ফিতর উদযাপন করছেন এই ক্রিকেটার।
শুক্রবার (২১ এপ্রিল) মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন। ছবিতে দেখা যায়, মাশরাফীর সঙ্গে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে।
এতে তিনি লিখেছেন, ঈদ মোবারক।
এর আগে, গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী। তবে কবে নাগাদ ম্যাশ দেশে ফিরবেন, সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঈদের পর আগামী ১ মে (সোমবার) থেকে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফীর দেশে ফেরার কথা রয়েছে।
আইকে