লিডসকে গোলবন্যায় ভাসালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। লিডস ইউনাইটেডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দিয়াগো জটা।
নিজেদের ঘরের মাঠ এ্যালান রোড স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য জানায় লিডস ইউনাইটেড।
ম্যাচের শুরুতে ৩৫তম মিনিটে আলেকজান্ডার আরনল্ডের অ্যাসিস্টে থেকে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন কোডি গাকপো। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্লপ শিষ্যরা।
বিরতির পর লুইস সিনিসটেরার গোলে ব্যবধান কমায় লিডস।
তবে এর পাঁচ মিনিটের মাথায় আরও এক গোলের দেখা পায় লিভারপুল। এবার স্কোর শিটে নাম তোলেন দিয়াগো জটা।
৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সালাহ। ৭৩তম মিনিটে দিয়াগো জটা নিজের দ্বিতীয় গোল করলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা।
শেষ দিকে ডারউইন নুনেজের গোলে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
আইকে