ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মিরপুরে টাইগারদের স্বস্তির জয়


৭ এপ্রিল ২০২৩ ২১:৫২

মিরপুরে রোমাঞ্চকর ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় তুলে নিল টাইগাররা। শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে ২৭ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৯ রান। আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে থেমেছিল আইরিশরা। জয়ের সম্ভাবনা ছিল টেস্টের তৃতীয় দিনেই। একদিন অপেক্ষা করিয়ে অবশেষে ধরা দিল প্রত্যাশিত জয়।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই আইরিশদের প্রতিরোধ থামিয়ে একমাত্র টেস্ট নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ মাস পর টেস্টে জয়ের দেখা পেলো বাংলাদেশ।

আইকে