ব্রাজিলকে হারিয়ে ‘ফিনালিসিমা’ শিরোপা ইংল্যান্ডের ঘরে

গতবছর কাতার বিশ্বকাপের আগে ফিনালিসিমা শিরোপা জিতেছিল লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার প্রথমবারের মতো আয়োজিত হয়েছে মেয়েদের ফিনালিসিমা। যেখানে ইউরোপ ও লাতিন আমেরিকা মহাদেশীয় চ্যাম্পিয়নদের মুখোমুখি দেখায় ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ডের মেয়েরা।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে কোপা চ্যাম্পিয়ন ব্রাজিলের মেয়েদের ৪-২ ব্যবধানে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েরা।
আইকে