ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


স্পেনকে হারিয়ে স্কটল্যান্ডের চমক


২৯ মার্চ ২০২৩ ১৯:৫৮

ইউরো বাছাই পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে জায়ান্ট স্পেনকে ২-০ গোলে হারিয়ে চমক দেখালো স্কটল্যান্ড। দুর্দান্ত সব আক্রমণে ফেভারিটদের কাঁপিয়ে দিয়েছে তারা। দুই অর্ধের দুই গোলে স্মরণীয় এক জয় তুলে নিলো স্কটিশরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই স্প্যানিশদের চমকে দেয় স্কটিশরা। ৭তম মিনিটে লিভারপুল তারকা রবার্টসনের অ্যাসিস্টে স্প্যানিশদের জালে বল জড়ান ম্যানইউ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে।

প্রথম গোলের পর ৫১তম মিনিটে আবারও দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। এবার আর্সেনাল লেফটব্যাক কিরান টিয়ার্নির দুর্দান্ত বিল্ডআপ থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ম্যাকটমিনে।

গোল শোধে মরিয়া স্পেন সাফল্য না পাওয়ায় ৩৯ বছর পর স্কটিশদের কাছে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে।

টানা দুই জয়ে গ্রুপ শীর্ষে স্কটল্যান্ড। এক জয় আর এক হারে দুই নম্বরে স্পেন।

আইকে